জনতার উদ্দেশ্যে বিজেপির ভবিষ্যৎবাণী, কংগ্রেস জমানো টাকা লুট করবে

'দেশের জনগণের সম্পদের ৫৫ শতাংশ সরকার দখল করতে পারে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahull ganndhi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার মন্তব্যের বিষয়ে, বিজেপির জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল এদিন বলেন, “প্রথম কংগ্রেসের ইস্তেহারে আর্থিক প্যাকেজের উল্লেখ ছিল, তারপর হায়দরাবাদে রাহুল গান্ধী সম্পদ বণ্টনের কথা বলেছিলেন। আজ তাঁর প্রধান উপদেষ্টা ইউনাইটেডের মতো একটি আইনের প্রস্তাব করছেন। যে দেশের জনগণের সম্পদের ৫৫ শতাংশ সরকার দখল করতে পারে, সে দেশের মানুষের ভয় ধরাটা স্বাভাবিক। স্যাম পিত্রোদা আজ একটি বড় বিষয় প্রকাশ করেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে কত শতাংশ ছিনতাই বা দখলের পরিকল্পনা করছে তারা। কংগ্রেসের ক্ষমতায় আসার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির উদ্বেগকে বৈধতা দেয়। একদিকে, প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি উচ্চাকাঙ্খী, উন্নয়ন এবং অগ্রগতি ভারত। অন্যদিকে, কংগ্রেসের লক্ষ্য কৃষকদের, মেহনতি মানুষের সম্পত্তি লুট করা, কেড়ে নেওয়া এবং দখল করা। তাই ভারতের ভোটাররা সচেতন হোন সম্পত্তি ছিনতাইকারীরা কংগ্রেস পার্টির আকারে এখানে রয়েছে”।

Sam_Pitroda_24_03_8.webp

jaiveer shergillAS.jpg

Add 1