মহারাষ্ট্র নির্বাচনে বিজেপি টিকিট দেয়নি- ক্ষোভে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন বিজেপির বড় নেতা- ফল ভুগতে হবে মোদী-শাহকে?

মহারাষ্ট্র নির্বাচন থেকে কি জানা যাচ্ছে?

author-image
Aniket
New Update
modi shah.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অতুল শাহ মহারাষ্ট্র নির্বাচনের জন্য মুম্বাদেবী বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দলের তরফে টিকিট পাননি। এবার তিনি নিয়ে নিলেন বড় পদক্ষেপ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তার এই পদক্ষেপ নেওয়ার পেছনে কারণ রয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, "এর পেছনে একটি কারণ রয়েছে। আমি গত বহু বছর ধরে এই এলাকার প্রতিনিধিত্ব করে আসছি এবং এখন এখান থেকে অন্য কাউকে নির্বাচনের টিকিট দেওয়া হচ্ছে-এটা মিউজিক্যাল চেয়ারের খেলা নয়, নির্বাচন। দলীয় নেতৃত্বের উচিত ছিল প্রার্থীর জয়ের যোগ্যতা ও কাজ বিবেচনা করা। পার্টির জন্য ২৪ ঘন্টা কাজ করার পরে যখন এটি ঘটে তখন আমার কষ্ট হয়। দলের এখনো সময় আছে সিদ্ধান্ত বদলানোর। আমি দলের অনুগত। আমি দলীয় নেতৃত্বের কাছে আবেদন করছি, এখনও সময় পেলে ভুলটা শুধরে নিতে।” কার্যত তাকে টিকিট না দিলে মোদী শাহকে মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে এই আসনটি হারাতে হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখন দেখার তার আবেদনে নেতৃত্বের তরফে কি সারা দেওয়া হবে নাকি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করে নয়া পথ বেছে নেবেন অতুল শাহ?