বিজেপিকে উৎখাতে গুজরাটে আপ-কংগ্রেস এক সাথে

আপ নেতা চৈতার ভাসাভার এক্ষেত্রে অন্য মত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sonia rahul kejri.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের ভরুচ আসন নিয়ে ভাগাভাগি হয়েছে কংগ্রেস এবং আপের মধ্যে। তবে অনেকেই এই আসন ভাগাভাগিকে সমর্থন জানাতে পারছেন না। অন্তত কংগ্রেসের পক্ষ থেকে এসেছে এমন আপত্তি। তবে আপ নেতা চৈতার ভাসাভার এক্ষেত্রে অন্য মত। এদিন তিনি বলেন, “আজ ইন্ডিয়া ব্লকে, আপ এবং কংগ্রেস জোট হয়েছে। ঘোষণা করা হয়েছে যে গুজরাটের ভরুচ আসনটি আপকে দেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে খুশি। এই বিশাল দায়িত্ব দেওয়ার জন্য আমি অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান এবং অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের উদ্দেশ্য হল ভরুচ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার জন্য, আমরা শীঘ্রই কংগ্রেস কর্মীদের নিয়ে কৌশল নির্ধারণ করব”।

 

v