বোরকা পরে ভোট দিতে যাওয়া যাবে না! উঠছে দাবি

বিজেপির বোরকা পরা মহিলা ভোটারদের সঠিক যাচাইয়ের দাবি প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা এসটি হাসান বলেছেন, "বিজেপি আবার 'হিন্দু-মুসলিম' জিনিসটি করার চেষ্টা করছে। মুসলিম ভোটিং শতাংশ কমানো মুসলিম নারীদের ওপর অত্যাচারের চক্রান্ত।"

author-image
Tamalika Chakraborty
New Update
up sp leader.JPG

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিজেপির বোরকা পরা মহিলা ভোটারদের সঠিক যাচাইয়ের দাবি প্রসঙ্গে সমাজবাদী পার্টির নেতা এসটি হাসান বলেছেন, "বিজেপি আবার 'হিন্দু-মুসলিম' জিনিসটি করার চেষ্টা করছে। মুসলিম ভোটিং শতাংশ কমানো মুসলিম নারীদের ওপর অত্যাচারের চক্রান্ত। আমি ইসিআইকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার দাবি জানাচ্ছি। মুসলিমদের ভোটিং শতাংশ ঠিক রাখায় এটাই  একমাত্র উপায়।"

bbbb.jpeg

 

 tamacha4.jpeg