নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর অনুযায়ী, দিল্লি বিজেপি আইনসভার দলীয় বৈঠক আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিল্লি বিজেপির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
BJP Delhi Legislative Party meeting will be held tomorrow, 17th February, 3 pm at Delhi BJP State Office: Sources