নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের শাসক দলকে কোণঠাসা করতে বিজেপি (BJP)-র কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে। এবার আরও একটি কেন্দ্রীয় দলকে রাজ্যে পাঠাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গিয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পর পশ্চিমবঙ্গে হিংসা কবলিত এলাকা পরিদর্শন এবং সহিংসতার সময় রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য বিজেপি দলের মহিলা সাংসদদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই মহিলা সাংসদরা পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন গ্রাম বাংলার মহিলাদের সঙ্গে কথা বলবেন বলে খবর। এই দলে রয়েছেন সরোজ পাণ্ডে, রমা দেবী, অপরাজিতা সারঙ্গী, কবিতা পাতিদার, সন্ধ্যা রায়।