‘RSS একটি ঘৃণার সংগঠন’, স্বীকার করে নিল বিজেপি

'রাজ্যে তারা তাঁদের উপস্থিতি বজায় রাখার জন্যে এহেন পথ বেছে নিয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Mohan Bhagwat

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফের একবার আরএসএস নিয়ে সুর চড়িয়েছেন, আর যা নিয়ে এবার পালটা জবাব দিলেন বিজেপি নেতা নলিন কোহলি।

nalin kohli.png

এদিন নলিন কোহলি বলেন, “এটি একটি রাজনৈতিক অভিযোগ যা বাম দল এবং সিনিয়র বাম নেতার কাছ থেকে আসছে। তবে এটি সত্য হিসেবে ধরা হয় না। "আরএসএস একটি ঘৃণার সংগঠন" - এটি আদর্শ লাইন যা তারা প্রতিটি নির্বাচনে ব্যবহার করেছে। বিষয়টি হল যে কেরালার মুখ্যমন্ত্রীর রাজ্যের চরমপন্থা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন হওয়া ভাল, কিন্তু আরএসএসের সাথে এর কোনো সম্পর্ক নেই। রাজ্যে তারা তাঁদের উপস্থিতি বজায় রাখার জন্যে এহেন পথ বেছে নিয়েছে। বিজেপি বা আরএসএসকে অপমান করার অজুহাত খুঁজছেন তারা এবং ভোটারদের মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন”। তবে তাতে কোনও লাভ হবে না বলেই মনে করছেন নলিন কোহলি।

rss.jpg

Add 1