প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার জয় নৈতিক নয়! উঠছে বিস্ফোরক দাবি

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার জয়কে চ্যালেঞ্জ করেছে বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
yfhjkl;

নিজস্ব সংবাদদাতা: কেরালা হাইকোর্টে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার ওয়ানাড জয়কে চ্যালেঞ্জ করার বিষয়ে  বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "শুধু বিজেপি নয়, দিল্লিতে তার কমিউনিস্ট সঙ্গীরাও (ওয়ানাদে) তার জয় নিয়ে প্রশ্ন তুলছে। তারা (কমিউনিস্ট) বলেছে যে প্রিয়াঙ্কা গান্ধী ভঢরাকে জামায়াতে ইসলামির মতো সংগঠন সমর্থন করেছিল, কংগ্রেস মুসলিম লীগের মতো আচরণ করেছিল এবং তুষ্টির রাজনীতির সব সীমা অতিক্রম করেছে...আদালতে সব প্রমাণ হবে।"

shehzad pooonawalaza1.jpg