নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীরের পাম্পোর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈয়দ শওকত গাইউর আন্দ্রাবি এদিন বলেন, "আমার প্রতি আস্থা দেখানোর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। এই নির্বাচনে প্রচুর প্রতিদ্বন্ধী রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমি একজন রাজনৈতিক কর্মী, গত বছর আমি এনসি-তেও কাজ করেছি। আমি এখনও পর্যন্ত যে কাজ করেছি তাতে আমি নিশ্চিত মানুষ আমার পাশে থাকবে”।
#WATCH | J&K | BJP candidate from Pampore Assembly constituency, Er Syed Showkat Gayoor Andrabi says, "I am thankful to the party for showing their confidence in me. There is no doubt that there is a lot of competition in this election. I have been a political activist for the… pic.twitter.com/xV2mtzGYnu