সৈয়দ আন্দ্রাবি, বিজেপি প্রার্থী, জম্মু-কাশ্মীর ভোট নিয়ে যা বললেন -

'এই নির্বাচনে প্রচুর প্রতিদ্বন্ধী রয়েছে তাতে কোনো সন্দেহ নেই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: জম্মু কাশ্মীরের পাম্পোর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈয়দ শওকত গাইউর আন্দ্রাবি এদিন বলেন, "আমার প্রতি আস্থা দেখানোর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। এই নির্বাচনে প্রচুর প্রতিদ্বন্ধী রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমি একজন রাজনৈতিক কর্মী, গত বছর আমি এনসি-তেও কাজ করেছিআমি এখন পর্যন্ত যে কাজ করেছি তাতে আমি নিশ্চিত মানুষ আমার পাশে থাকবে”।

 

Jammu Kashmir: ভিন রাজ্যের শ্রমিকের হত্যাকান্ডে মুখ খুলল বিজেপি
File Picture

Adddd