নিজস্ব সংবাদদাতা: বিহারের সারানের বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডি বলেন, “বিহারের স্লোগান হল ৪০টি আসন অতিক্রম করা। আমরা দেশে ৪০০টি আসন অতিক্রম করব। আমার বাড়ি ছাপড়ায়। যখন লালু যাদব বাইরে থেকে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন হেরেছিলেন। তাঁর স্ত্রীও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। জনগণ যদি সেবক চান তবে আমি এখানে আছি। কিন্তু রাজনীতি দেখতে হলে অন্য কাউকে বেছে নিন।"