নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের ঘোষণার পর কালকাজি আসন থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি বলেছেন, "এটি গণতন্ত্রের উদযাপন। গণতন্ত্রের উদযাপনে দিল্লির মানুষ 'আপদা' থেকে মুক্তি পেতে ৫ ফেব্রুয়ারি ভোট দেবেন। তাঁরা গত১০ বছর ধরে মুখোমুখি হচ্ছেন। এবার এই 'আপদা' থেকে মুক্তি পেতে ১.৫ কোটি মানুষ তাদের ভোট ব্যবহার করবে।"