নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার জেরে এবার কি কোনও বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি ? কারণ এই বিষয়কে কেন্দ্র করেই আগামীকাল একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিল বিজেপি। সূত্রের খবর,পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতেই, আগামীকাল এই সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/07/5CppVU5xBr4MaKIBZctw.jpg)
এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, ইতিমধ্যেই কথা বলেছেন। কাশ্মীরের হামলা পরবর্তী পরিস্থিতি এবং ভারতের ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে ? তা নিয়েই আলোচনা করা হবে এই বৈঠকে। তবে এই হামলার জবাবে ভবিষ্যতে কোনও বড় পদক্ষেপ নেওয়া হলে দেশের অভ্যন্তরে তার কি প্রভাব পড়তে পারে, সেই বিষয়েও বিস্তর আলোচনা হতে পারে এই বৈঠকে।