মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ! ব্যবস্থা নিতে চলেছে বিজেপি!

কেজরিওয়ালের সমর্থনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যের মন্ত্রীদের একদিনের অনশনে বসেন। তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা এস এস চ্যানি। তিনি বলেন, আদালত অবমাননার মামলায় ব্যবস্থা নিতে নেওয়া যেতে পারে এই ঘটনার জন্য।

author-image
Tamalika Chakraborty
New Update
punjab bjp leader .jpg

 

নিজস্ব সংবাদদাতা:  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্যের মন্ত্রীদের একদিনের অনশনে বসেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা এসএস চ্যানি বলেছেন, "আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছেন যাকে সারা দেশে এবং বিশ্বজুড়ে পূজা করা হচ্ছে। দেশের জন্য এত কিছু করেছেন।  যে ব্যক্তি দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত তার পাশে দাঁড়িয়েছেন। বিষয়টি বিচারাধীন। আদালত অবমাননার মামলায় ব্যবস্থা নিতে  নেওয়া যেতে পারে এই ঘটনার জন্য। এ ধরনের সব কিছুতে মুখ্যমন্ত্রীর নিজেকে জড়ানো উচিৎ নয়। এটা একটা নাটক। একটা মানি ট্রেইল আছে এবং যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাঁরাই সমর্থন করছেন।"

kejrijail

 

 

 tamacha4.jpeg