নিজস্ব সংবাদদাতাঃ ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর (Tamilnadu) মুখ্যমন্ত্রী এম স্ট্যালিনকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা সৈয়দ জাফর ইসলাম। দুর্নীতি ইস্যুতে আজ শুক্রবার তিনি বলেন, 'স্ট্যালিনের অর্থমন্ত্রী এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময়ে তিনি প্রকাশ করেছিলেন যে স্ট্যালিনের জামাতা সাবারিসান এবং তাঁর পুত্র উদয়নিধি স্ট্যালিন এক বছরে ৩০,০০০ কোটি টাকা উপার্জন করেছেন। এই দুজনের প্রধান কাজই হচ্ছে কীভাবে এবং কোথায় টাকা লুকিয়ে রাখা যায়। এটা নজিরবিহীন যে তারা এক বছরে এই ধরনের অর্থ উপার্জন করেছে। সাধারণ মানুষের কাছ থেকে এই সব লুট করা হয়েছে। সাধারণ মানুষের জন্য যে অর্থ ব্যয় করার কথা ছিল তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তাঁর কয়েকজন বিশ্বস্ত বন্ধু লুট করেছেন'।