নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ড. বি. আর. আম্বেদকর আর ভগৎ সিংহের ছবি সরানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র বাকবিতন্ডা শুরু হয় আপ ও বিজেপি বিধায়কদের মধ্যে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই বিজেপিকে তোপ দাগলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী আতিশি। তিনি দাবি করেন, "বিজেপি ইচ্ছাকৃতই ড. বি. আর. আম্বেদকর ও ভগৎ সিংহের ছবি মুখ্যমন্ত্রীর অফিস থেকে সরিয়েছে, যা দলিত ও শিখ সম্প্রদায়ের মানুষদের অপমান করার সমান।" আতিশি মনে করেন এই ঘটনায় বিজেপির দলিত ও শিখ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায়।