নিজস্ব সংবাদদাতা:দিল্লির নির্বাচনের জন্য ২৯ জন প্রার্থীর নামের দ্বিতীয় তালিকা ঘোষণা করেছে বিজেপি।
কপিল মিশ্র করাওয়াল নগর থেকে, হরিশ খুরানা মতি নগর থেকে, প্রিয়াঙ্কা গৌতম (যিনি সম্প্রতি এএপি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন) কোন্ডলি থেকে প্রার্থী হয়েছেন।