বিজেপি এবং এএপি একই মুদ্রার দুই পিঠ- এ কি বললেন কংগ্রেস সাংসদ

কি বললেন কংগ্রেস সাংসদ?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এবার বিজেপি ও এএপিকে নিশানা করে বড় বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, "বিজেপি এবং এএপি একই মুদ্রার দুই পিঠ। তাদের মধ্যে কোন পার্থক্য নেই। আমরা এএপি এবং বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়ছি। এএপি বিজেপির বি দল। এএপি এবং বিজেপির মধ্যে যোগসাজশ রয়েছে। আন্না হাজারে মুহূর্তটি কে শুরু করেছিলেন? তারা কোথা থেকে অনুপ্রেরণা পেল? এর পিছনে ছিল আরএসএস। লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল"।