বাংলা নৈরাজ্যের দ্বারে রয়েছে! সন্দেশখালি ইস্যুতে একঘরে রাজ্য সরকার

বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সন্দেশখালির গুণ্ডারা মহিলাদের 'মঙ্গলসূত্র' ছিনিয়ে নিয়েছিল৷ যারা 'মঙ্গলসূত্র' ছিনিয়ে নিয়েছিল, সেই শাহজাহান শেখের মতো ধর্ষকদের সুরক্ষা দিয়েছিল বাংলার সরকার।"

New Update
bjp national spoke person .jpg

নিজস্ব সংবাদদাতা:  বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে সন্দেশখালির গুণ্ডারা মহিলাদের 'মঙ্গলসূত্র' ছিনিয়ে নিয়েছিল৷ যারা  'মঙ্গলসূত্র' ছিনিয়ে নিয়েছিল, সেই শাহজাহান শেখের মতো ধর্ষকদের সুরক্ষা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গতকাল সিবিআই এবং এনএসজি কমান্ডোদের যৌথ অভিযানে সেখান থেকে (সন্দেশখালি) অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো শাহজাহান শেখের সহযোগীদের কাছ থেকে পাওয়া গেছে। বাংলার পুলিশ সন্ত্রাসীদের লালন-পালন করছে। সিবিআই তদন্তে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।এটা স্পষ্ট যে বাংলা কীভাবে নৈরাজ্যের দ্বারপ্রান্তে বসে আছে।"

nsg sandesh khali .jpg

 

 tamacha4.jpeg