কংগ্রেস নিজের নাক কাটতে ওস্তাদ: বিজেডি সাংসদ

লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক চলছে। কংগ্রেসের পক্ষ থেকে গৌরব গগৈ আলোচনা শুরু করেন এবং মণিপুর ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেন।

author-image
SWETA MITRA
New Update
bjd mp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এদিকে এই ইস্যুতে এবার মোদী সরকারের পাশে দাঁড়ালেন বিজেডি সাংসদ পিনাকি মিশ্র (Pinaki Misra)। তিনি আজ লোকসভায় দাঁড়িয়ে রীতিমতো কেন্দ্রের গুণগান গাইলেন। সেইসঙ্গে কংগ্রেসকে নিশানা করে বিজেডি সাংসদ জানান, "আমি সবসময় বিশ্বাস করি যে কংগ্রেস দল জয়ের থেকে পরাজয় হতে বেশি পারদর্শী। কংগ্রেস নিজেদের নাক কাটাতে বেশি ভালোবাসে। তাঁরা খুব ভালো করে জানে যে প্রধানমন্ত্রী যখনই সংসদে কথা বলেছেন, ততই কংগ্রেস দল সমস্যায় পড়েছে।  প্রধানমন্ত্রী কেন কথা বলছেন না? সেটা ঠিক না ভুল? তা দেশের জনগণকেই বিচার করতে দিন।"