বিজেডি-বড় ধাক্কা, এবার দল ছাড়লেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য!

নির্বাচনের আগে দল ছাড়লেন কটকের বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশায় ক্ষমতাসীন দলকে বড় ধাক্কা দিয়ে, বিজেডির প্রবীণ সাংসদ এবং তার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভর্তৃহরি মাহতাব শুক্রবার অর্থাৎ আজ দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ন,

টানা ছয়বার কটক লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করা মাহতাব বলেন, "আমি আজ বিকেল চারটেয় বিজেডি সভাপতি ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।" 

Add 1

জানা গিয়েছে, সংসদ বিতর্কে অসামান্য পারফরম্যান্সের জন্য ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা চার বছর 'সংসদ রত্ন' সম্মানে ভূষিত হন এই সাংসদ।

স্ব

সূত্রে খবর, ১৯৯৮ সালে তিনি প্রথমবার কটক থেকে লোকসভায় নির্বাচিত হন। তিনি ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে পুনরায় লোকসভায় নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি বিজেডির হয়ে আসনটি ধরে রেখেছিলেন।

স

স