ওড়িশায় বিজেপির বিরুদ্ধে প্রবল বিক্ষোভ প্রদর্শন বিজেডির ! উত্তপ্ত রাজ্য রাজনীতি

কেন বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেডি নেতারা ?

author-image
Debjit Biswas
New Update
BJD.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওড়িশায় পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ ৫ই মার্চ থেকে পরিবর্তন করে ২৪শে এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার বিজেপি সরকার। আর এবার ওড়িশার বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে, ওড়িশার প্রধান বিরোধী দল বিজেডি (বিজু জনতা দল) তীব্র বিক্ষোভ দেখিয়েছে।

Mohan Charan Majhiq2.jpg

বিজেডি নেতারা অভিযোগ করেছেন যে, "এই পরিবর্তন ওড়িশার ইতিহাস ও বিজু পট্টনায়কের প্রতি অসম্মান ছাড়া আর কিছুই নয়।" এই বিরোধীতাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, ওড়িশার রাজনীতি।