নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওড়িশায় পঞ্চায়েতি রাজ দিবসের তারিখ ৫ই মার্চ থেকে পরিবর্তন করে ২৪শে এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার বিজেপি সরকার। আর এবার ওড়িশার বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে, ওড়িশার প্রধান বিরোধী দল বিজেডি (বিজু জনতা দল) তীব্র বিক্ষোভ দেখিয়েছে।
/anm-bengali/media/media_files/Pz49HIxfzBitOgBjsa5j.jpg)
বিজেডি নেতারা অভিযোগ করেছেন যে, "এই পরিবর্তন ওড়িশার ইতিহাস ও বিজু পট্টনায়কের প্রতি অসম্মান ছাড়া আর কিছুই নয়।" এই বিরোধীতাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, ওড়িশার রাজনীতি।