নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ লোকসভা কেন্দ্রের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেডি। জানা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আরও ছয়টি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
/anm-bengali/media/media_files/7SQTMGMyrwnYPOe6XYAQ.jpg)
সূত্রে খবর, পুরী লোকসভা আসনে অরূপ পট্টনায়েক, জাজপুর লোকসভা আসনে শর্মিষ্ঠা শেঠি, জগৎসিংহপুরে রাজশ্রী মল্লিক, ঢেঙ্কানলে অবিনাশ সামাল, কান্ধামালে অচ্যুতানন্দ সামন্ত এবং কটকে সন্রুপত মিশ্রকে প্রার্থী করেছে শাসক দল।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহাতাব সম্প্রতি দল থেকে পদত্যাগ করার পরে, শান্তিরূপত মিশ্রকে মর্যাদাপূর্ণ লোকসভা আসনের জন্য বেছে নেওয়া হয়েছে।