নিজস্ব সংবাদদাতা: বছর শেষের আগেই কপালে চিন্তার ভাঁজ আমজনতার। উৎসবের মরসুম কেটে গেলেই দৈনন্দিন খাতে পড়বে খাড়া। দাম বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। সকালের চা থেকে রাতের প্যাকেট দুধ সবকিছুর দাম বাড়বে বছর শেষে। বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা MFMCG যাবতীয় পণ্যের দাম বাড়াতে চলেছে ডিসেম্বর থেকেই। অর্থাৎ আগামী মাস থেকেই বিস্কুট, তেল, প্রসাধনী সামগ্রী থেকে সাবানের দাম বাড়বে।
বাড়তে চলেছে উৎপাদন খরচ আর তার সাথে দোসর হয়েছে মূল্যবৃদ্ধি। এই জোড়া চাপে এবার MFMCG পণ্যসামগ্রির দাম বাড়াতে চলেছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড গোদরেজ কনজিউমার ম্যারিকো আইটিসি টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এবার সাধারণ মধ্যবিত্তের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে চলেছে। শহর থেকে গ্রামে ভোগ্য পণ্যর দাম বাড়বে ৬৫ থেকে ৬৮ শতাংশ।
এইসব কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের ব্যবসায় হয়েছে ব্যাপক ক্ষতি। সেই ক্ষতির মাশুল গুনতেই এবার মধ্যবিত্তের উপরে বড় চাপ দিতে চলেছে এসব সংস্থা তা বলাই যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের এই দাম বৃদ্ধির ফলে চাপে পড়বেন সাধারণ মানুষ।
একদিকে বিভিন্ন জিনিসের উপরে অতিরিক্ত হারে বসেছে কর। তার মাঝেই এবার উৎপাদক সংস্থাগুলি বাড়িয়ে দিচ্ছে পন্য সামগ্রীর দাম। স্বাভাবিকভাবেই চাপে পড়বেন সাধারণ মানুষ। বিশেষ করে বছর শেষে এই পণ্য সামগ্রির দাম বাড়ায় বছরের শুরুটা বেজার মুখেই কাটবে আমজনতার।