দূষণে ভুগছে পাখিরাও!

শুধু মানুষ নয়, শ্বাসকষ্টে ভুগছে পাখিরাও। দিল্লির দূষণে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
aaaaaaaa

নিজস্ব সংবাদদাতা : দিল্লির দূষণে শুধু মানুষ নয়, ভুগছে পাখিরাও। দূষণের প্রভাব সম্পর্কে পশু চিকিৎসক  হারাবতার সিং বলেছেন, "মানুষ যেমন দূষণের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে, তেমনই পাখিদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। পাখিদের মধ্যে ক্ষতিগ্রস্তের সংখ্যা বেশি পায়রার। যাদের মুরগি আছে তারাও শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছেন।প্রতিদিন প্রায় ৫০ রকমের পাখি আহত অবস্থায় বা কোনো সমস্যায় ভুগলে আমাদের হাসপাতালে আনা হয়। কিন্তু দূষণ বেড়ে যাওয়ার পর থেকে ৮ থেকে ১০টি পাখিকে শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে আমাদের কাছে আনা হয়েছে।"

 

 

hiring.jpg