নিজস্ব সংবাদদাতা: বিলকিস বানো মামলায় জোর ধাক্কা খেল গুজরাট সরকার। ২০০২ সালের গোধরা দাঙ্গার সময় বিলকিস বানো-কে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ১১ জনকে ক্ষমা করেছিল গুজরাট হাইকোর্ট। এর পিছনে ছিল গুজরাট সরকারের বিশাল ভূমিকা। তবে উচ্চ আদালতের সেই নির্দেশকেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১১ জনকে নতুন করে জেলে ফিরতে হবে। ১১ জন দোষীকে আগামী দুই সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যথায় শাস্তির মেয়াদ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।