নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন। তাঁকে সম্মতি প্রদান করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই সিদ্ধান্তে আপাতত সম্মতি জানিয়েছেন বাকি বিরোধীরাও।
এই প্রসঙ্গে, সিপিআই(এম) রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “এটা হওয়া উচিত ছিল। কংগ্রেস একটি প্যান-ইন্ডিয়া পার্টি। কংগ্রেস এবং সিপিআই(এম)-এর অস্তিত্ব দেশের প্রতিটি কোনে। মল্লিকার্জুন খাড়গের গ্রহণযোগ্যতা রয়েছে দেশের সর্বত্র। এই সিদ্ধান্ত সত্যিই গ্রহণযোগ্য”।