২০২৫ এর বাজেটে বিহারকে বিশেষ গুরুত্ব ! প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আরএলডি নেতা।

বিহারের জন্য বিশেষ গ্রান্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা পাটনায় স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার গড়ে তুলবো। আইটিআই আপগ্রেডের ক্ষেত্রে বিহার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে শীঘ্রই।

author-image
Debjit Biswas
New Update
RLD MP & Union Minister Jayant Chaudhary

নিজস্ব সংবাদদাতা : ২০২৫ এর বাজেটে বিহারকে বিশেষ গুরুত্ব দেওয়ায় ভীষণ খুশি আরএলডি নেতা তথা ইউনিয়ন মিনিস্টার জয়ন্ত চৌধুরী। এইদিন তিনি বলেন যে স্কিল ডেভেলপমেন্টে বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। তাছাড়া বিহারের জন্য বিশেষ গ্রান্টের ব্যবস্থাও করা হয়েছে। তিনি বলেন ''আমরা পাটনায় স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার গড়ে তুলবো। আইটিআই আপগ্রেডের ক্ষেত্রে বিহার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে শীঘ্রই।'' অর্থ্যাৎ সবমিলিয়ে দেখতে গেলে এই বাজেট নিয়ে তিনি যে বেজায় খুশি তা প্রকাশ করেই ফেললেন জয়ন্ত চৌধুরী।