বিহারের সম্পত্তি চলে যাচ্ছে ঝাড়খণ্ডে, অবাক তথ্য সামনে আনলেন ত্যাগী

'এখন আইনের শাসনই চলে, আগে এটি ছিল ‘জঙ্গলরাজ'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kc tyagi.JPG

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী এদিন বলেন, “বিহার ভাগের পর সমস্ত সম্পদ চলে গেল ঝাড়খণ্ডে। একইভাবে, অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর রাজস্ব আদায়ের সমস্ত কেন্দ্র তেলেঙ্গানায় চলে গেল। উভয় রাজ্যের উত্থান ও উন্নয়নের জন্য, এটা গুরুত্বপূর্ণ যে এই রাজ্যগুলি হয় বিশেষ মর্যাদা পায় বা অনুরূপ সুবিধা পায়”।

কেসি ত্যাগী আরও বলেন, “বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। মানুষ সেই সংগঠিত অপরাধের দিনগুলিকে মনে রাখত, বুথ দখল করা হত, গণহত্যা হত এবং জাত-ভিত্তিক গ্যাং সক্রিয় ছিল। এখন আইনের শাসনই চলে, আগে এটি ছিল ‘জঙ্গলরাজ”।

 

Adddd