বিশাল প্রাপ্তি বিহারের, মোদিকে ধন্যবাদ জানাচ্ছে রাজ্যবাসী

'প্রধানমন্ত্রী মোদিই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তিনি রেখেছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi nitishfs.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অনেকেই বলছেন, এই বাজেট নীতীশ-নাইডুময় বাজেট। কেননা বাজেটে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে, বিহার ও অন্ধ্রপ্রদেশে। এই প্রসঙ্গে এদিন, বিহারের JDU নেতা নীরজ কুমার বলেন, “কেন্দ্রীয় বাজেট থেকে প্রত্যাশা থাকাটা সুস্পষ্ট। নীতি আয়োগ যেহেতু ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত পার্বত্য অঞ্চলকে বিশেষ রাজ্যের মর্যাদার জন্য বিবেচনা করে, তখন সেখানে পার্বত্য অঞ্চল ছিল। ঝাড়খণ্ড যেমন বিহারের সঙ্গে ছিল, উপজাতীয় জনসংখ্যা যথেষ্ট ছিল, কেন কেউ চিন্তিত ছিল না তা জানা নেই। তবে এখন তা হওয়াতে খুশি হয়েছি। সড়কপথের জন্য ২৬,০০০ কোটি টাকা দেওয়াটা আমাদের দলের সিদ্ধান্ত নয়, প্রধানমন্ত্রী মোদিই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা তিনি রেখেছেন”।

 

nitishhjkj1.jpg

Adddd