নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধী রায়বেরেলি লোকসভা আসন ধরে রেখেছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই খবরে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা মুখ খুললেন।
বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা বলেন, 'উত্তর প্রদেশে সাংসদ হয়েছেন একই পরিবারের আধ ডজন মানুষ। এখন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কংগ্রেস। এই পরিবারবাদ গণতন্ত্রের জন্য হুমকি। উচ্চ পর্যায়ের তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে কীভাবে বিদেশি শক্তির অস্ত্রে পরিণত হয়েছে, তারা মিথ্যা ও ভুল তথ্য দিয়ে দেশে একটি নিবেদিতপ্রাণ সরকারকে ঠেকানোর ষড়যন্ত্র করেছে। এই ধরনের লোকেরা ওয়েনাড বা অন্য যে কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক, জনগণ বুঝতে পেরেছে এবং তারা একটি শিক্ষা দেবে'।