নিজস্ব সংবাদদাতা: বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদবকে টিকা পরতে সমস্যা হলে টুপি পরতে বললেন। বিধানসভায় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময়ে তেজস্বী বলেন, "তুমি টিকা পরো, তুমি একজন সনাতনী এবং তা সত্ত্বেও তুমি মিথ্যা বলো"। জবাবে সিনহা বলেন, "টিকা পরলে যদি তোমার এত সমস্যা হয়, তাহলে টুপি পরো"।