নিজস্ব সংবাদদাতাঃ বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, “তোষণের রাজনীতির কারণে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তেজস্বী যাদব কোনো প্রতিক্রিয়া দেখাননি। দোকানপাট লুটপাট, বাড়িঘর ও ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা তিনি দেখতে পাননি। এ ধরনের মানুষ কখনো সামাজিক জীব হতে পারে না।”
বিহারে পুলিশ আধিকারিকদের বদলি ও পোস্টিং নিয়ে তেজস্বী যাদবের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, “আমি যখন বিলওপি ছিলাম, তখন আমি সরকারকে বাস্তব পরিস্থিতি এবং সরকারের ত্রুটিগুলি সম্পর্কে অবহিত করতাম। সরকার টুইট করে না।
যদি কেউ ট্রান্সফার পোস্টিংয়ের সাথে জড়িত থাকে তবে তার প্রমাণ নিয়ে আসা উচিত। সরকার বিষয়টি আমলে নেবে। কিন্তু শুধু মিথ্যা অভিযোগ করে লাভ হবে না। কোনো ত্রুটি থাকলে বিরোধী দলও সরকারের অংশ। তারাই আমাদের সচেতন করতে পারে।”