নির্বাচন, ২০২৪ সালে দেশে বিরাট পরিবর্তন হবে! জানা গেল বড় খবর

কংগ্রেস দলকে আক্রমণ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল।,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ কংগ্রেস দলকে নিয়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, "আমরা বিশ্বাস করি ২-জি মানে ২ প্রজন্মের রাজনীতিবিদ, ৩-জি মানে ৩ প্রজন্ম এবং ৪-জি মানে ৪ প্রজন্মের রাজনীতিবিদ। রাহুল গান্ধী চতুর্থ প্রজন্মের। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং আজ রাহুল গান্ধী, এরা চারজনই দেশকে লুট করার কাজ করেছিলেন। বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দুই প্রজন্মের রাজনীতিবিদ রয়েছেন। তারা দুই প্রজন্মকে বদনাম করার কাজ করছে। বিহার তথা দেশের মানুষ ২০২৪ সালে এই সমস্ত মানুষের হিসাব দেবে। ২০০৫ সাল থেকে লালুপ্রসাদ যাদব একটানা ভোটে হেরে যাচ্ছেন, নীতিশ কুমার মাঝখানে তাঁকে লাইফলাইন দিতেন, কিন্তু এখন তাঁকে লাইফলাইন দেওয়ার মতো কেউ নেই।" 

add 4.jpeg

cityaddnew

স

স