নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ২০২৪ সালের লোকসভা ভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। কংগ্রেস কি জিতবে? আর জিতলেও কে হবে মুখ্যমন্ত্রী? অবশেষে এই প্রসঙ্গে মন্তব্য করলেন অখিলেশ প্রসাদ সিং। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর (Rahul Gandhi) ক্ষমতা বা চেয়ারের লোভ নেই। তিনি চাইলে আগেও প্রধানমন্ত্রী হতে পারতেন। কংগ্রেস কর্মীরা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কিন্তু তার মানে এই নয় যে তিনিও প্রধানমন্ত্রী হতে চান। বিজেপিকে হারানোর পর কংগ্রেস (Congress) এবং রাহুল গান্ধী যাকে চাইবেন তাঁকে প্রধানমন্ত্রী করা হবে। লোকসভা ভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।‘