রাজ্যে ৪০টি আসন জিতবে দল, দেশে ৪০০ আসন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

নরেন্দ্র মোদীকে নিয়ে বড় মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

author-image
Aniruddha Chakraborty
New Update
nitish.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কাটিহার লোকসভার জেডিইউ প্রার্থী দুলালচন্দ্র গোস্বামীর সমর্থনে এক জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি চাই আমরা ৪০টি আসন জিতব এবং আমরা দেশের ৪০০ আসন জিতব। নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। দেশ এগিয়ে যাবে, বিহার এগিয়ে যাবে। বাকিরা আজ পর্যন্ত কোনো কাজ করেননি। তারা শুধু অর্থ উপার্জনে ব্যস্ত থাকবে। তারা তাদের পরিবার প্রসারে ব্যস্ত থাকবে।"

ল্ক

Add 1