বিতর্কিত মন্তব্যের জের, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

নীতীশের মন্তব্যকে 'অশ্লীল এবং পুরুষতান্ত্রিক' আখ্যা দিয়েছে গেরুয়া শিবির।

author-image
SWETA MITRA
New Update
nitishss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গোটা দেশজুড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিহার বিধানসভার ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন, 'মেয়েরা যখন শিক্ষিত হবে... আর যখন ছলে আর মেয়ের বিয়ে হবে... যে পুরুষ হয়, সে তো রাতে বউয়ের সঙ্গে করে না... তো তাতেই আরও সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে, তাহলে সে জানবে যে... ঠিক আছে স্বামী করবে... কিন্তে শেষে ভিতরে ঢুকিও না। ওটা বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন...'। এদিকে এই ঘটনায় এল নয়া মোড়। তিনি সকলের কাছে ক্ষমা চাইলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, "আমি ক্ষমা চাইছি এবং আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।“