নিজস্ব সংবাদদাতা: বিহারের বিধানসভায় মুখ্যমন্ত্রীর নীতিশ কুমার দাবি করলেন যে ৫০ শতাংশ আসন সংরক্ষণকে বাড়িয়ে অন্তত ৬৫ শতাংশ করা উচিত। উচ্চ জাতের ইতিমধ্যেই ১০% রয়েছে। তাই ৬৫ এবং ১০ মিলিয়ে ৭৫ শতাংশ। বাকি থাকছে ২৫ শতাংশ। এর আগে ৪০ শতাংশ ফ্রি ছিল এবং এখন এটা হবে ২৫ শতাংশ। পিছিয়ে পড়া এবং অত্যন্ত পিছিয়ে পড়া জাতের ক্ষেত্রে, এসসি, এসটি এদের ক্ষেত্রে ৫০ শতাংশের বদলে ৬৫ শতাংশ করা উচিত। এটাই আমার প্রস্তাব'।