সুপ্রিম কোর্টের কড়া রায়, ভোটারদের হাতে ইভিএমের শক্তি! বড় বার্তা মোদীর

২০২৪ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে আজ। এরই মধ্যে কংগ্রেসকে নিশানা করে বিশেষ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
FRTYYR14.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিহারের আরারিয়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আরজেডি এবং বিহারের কংগ্রেস জোট ভারতের সংবিধান নিয়ে ভাবেন না, গণতন্ত্র নিয়ে ভাবেন না। দশকের পর দশক ধরে তারা জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। বুথ দখল খুব সাধারণ ছিলএমনকি জনগণকে ভোট দিতেও দেয়নি। এখন যখন দরিদ্র ও সৎ ভোটারদের হাতে ইভিএমের শক্তি তখন তারা ইভিএম থেকে মুক্তি পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আজ সুপ্রিম কোর্ট কড়া রায় দিয়ে বলেছে, ব্যালট পেপারে ভোট দেওয়ার পুরনো পদ্ধতি আর ফিরে আসবে না।” 

FRTYYR13.jpg

Add 1