সংসদকাণ্ডে নয়া মোড়, গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল আততায়ীদের!

সংসদ ভবনে হামলার বর্ষপূর্তিতে আজ লোকসভায় বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। দর্শক আসনের গ্যালারি থেকে দু'জন লোক লোকসভার কার্যক্রমে প্রবেশ করে বেঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে।

author-image
SWETA MITRA
New Update
secr.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ সংসদে হানাকাণ্ডে (Parliament Security Breach) পুলিশের হাতে আরও চমকপ্রদ তথ্য উঠে এল। গত ১৩ ডিসেম্বর সংসদে স্মোককাণ্ডের পর আততায়ীদের আরও অনেক পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে অন্যতম অভিযুক্ত সাগর শর্মাকে জেরা করে। সাগর শর্মা পুলিশকে জানিয়েছে, সেদিন স্মোককাণ্ডের পর ধৃতদের গায়ে আগুন লাগানোর পরিকল্পনা অবধি ছিল সংসদের ভেতরে। যদিও আগুন লাগলেও শরীরে কোনও ক্ষতি না হয় তার জন্য অনলাইনে ধৃতরা একটি বিশেষ জেলের সন্ধান করেছিল। যদিও সেটা না মেলায় শেষমেষ গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করে আততায়ীরা। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।