চন্দ্রযান ৩: হাতে মাত্র ১০ সেকেন্ড!

আর মাত্র ২৫ মিনিট। তারপরেই চন্দ্রযান ৩ ল্যান্ডিং শুরু করবে। শুধু ইসরোর বিজ্ঞানীরা নন, কোটি কোটি ভারতবাসীও তাকিয়ে রয়েছে শেষ মুহূর্তে কী হবে তার দিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
chandra wqecong.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৩ লক্ষেরও দীর্ঘ পথ পাড়ি, হাজার হাজার মানুষের পরিশ্রম, কোটি কোটি মানুষের প্রার্থনা সব জড়িয়ে রয়েছে চন্দ্রযান ৩- এর সঙ্গে। সবকিছু সফল হবে নাকি ভেঙে যাবে সমস্ত স্বপ্ন সেটা ঠিক করতে হবে এই যানকে মাত্র ১০ সেকেন্ডে। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে চন্দ্রযান ৩-কে ল্যান্ডিংয়ের জন্য চিহ্নিত এলাকা স্ক্যান করে নিশ্চিত করে নিতে হবে যে ওই জায়গা আদৌ ল্যান্ডিং করার জন্য নিরাপদ কিনা। চন্দ্রযান ২ এই পর্যায়ে এসে হিসেবে ভুল করায় ব্যর্থ হয়েছিল, জানায় ইসরো।

impact