নিজস্ব সংবাদদাতা: আধার কার্ড নিয়ে অনেকেই নানা সমস্যায় রয়েছেন। আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর চলে আসে। সেগুলো সংশোধন করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়। কিন্তু জানেন কি বাড়িতে বসেই এ সব সংশোধন করে ফেলা যায়? কেন্দ্রীয় সরকার সীমিত সময়ের জন্য অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত নাগরিকদের তাদের আধার কার্ডের তথ্য বিনামূল্যে আপডেট করার সুযোগ দিয়েছে। তবে অনলাইন ও অফলাইনে আধার কার্ডের ডেটা আপডেট করতে ৫০ টাকা ফি দিতে হয়। তাই এই পদ্ধতি জেনে নিন।
myAadhaar (https://myaadhaar.uidai.gov.in/) পোর্টালে ক্লিক করুন। ‘আপডেট আধার’ বিভাগটিতে ক্লিক করে ‘প্রসেস টু আপডেট’ নামক একটি বোতামে ক্লিক করুন। আপনার আধার নম্বরটি দিন। মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটিও দিতে হবে। নতুন একটি পাতা খুলে যাবে। নতুন পাতায় আপনার নাম, বয়স, ইমেল ইত্যাদি বদলাতে পারবেন।