নিজস্ব সংবাদদাতা: সতর্ক করা হয়েছিল অনেকদিন আগেই। এবার আর রাখঢাক নয়। ১১.৫ কোটি প্যান কার্ড বন্ধ করে দিল কেন্দ্র সরকার। প্যান কার্ড আধারের সঙ্গে যুক্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হল এবার। সম্প্রতি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়ে দিয়েছে যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার তারিখ ছিল ৩০ জুন। যারা নির্ধারিত সময়ের মধ্যে উভয় কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্যান-আধার লিঙ্ক করতে ব্যর্থ হয়েছেন তারা ১০০০ টাকা জরিমানা দিয়ে তাদের কার্ড পুনরায় সক্রিয় করে নিতে পারেন।
প্যান কার্ড বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে নানা সমস্যায় পড়তে হবে এবার। এরা আয়কর রিটার্ন ক্লেইম করতে পারবেন না। ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যাবে না, মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার জন্য অর্থপ্রদান ৫০০০০ টাকার বেশি হবে না। আপনি শেয়ার কেনা এবং বিক্রি করতে ১ লাখ টাকার বেশি খরচ করতে আর পারবেন না। যানবাহন কেনার ক্ষেত্রেও আপনাকে এবার আরও কর দিতে হবে।