নিজস্ব সংবাদদাতা: ২০০০ টাকার গোলাপী নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩০ সেপ্টেম্বর ঘোষণা করে দিয়েছে। এক্ষেত্রে যাদের কাছে এখনও এই ধরনের নোট রয়েছে তাদের অবিলম্বে সেই টাকা ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে। আর যদি তা না করা হয় তাহলে অক্টোবর মাস থেকে সেই টাকা সাধারণ কাগজে পরিণত হবেঅর্থাৎ তার আর মূল্য থাকবে না।