নিজস্ব সংবাদদাতা : মাদকে আসক্তি বাড়ছে! বাড়ছে মাদকের কারবার! সজাগ প্রশাসন। বিজেপি শাসিত রাজ্যে এল সাফল্য।আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গুয়াহাটির খানাপাড়া এলাকায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১৯.৫ গ্রাম ওজনর হেরোইনের ৮৬টি শিশি। এসটিএফের ডিআইজি পার্থ সারথি মহন্ত জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে নগদ ১১০০০ টাকা ও তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/eeNkkcAbsYa10hDCGCgB.jpg)