নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির আপ সরকার এবার আনল এক বড় চমক। দিল্লির বুকে তৈরি হল 'ট্রান্সজেন্ডার'দের জন্য প্রথম হাসপাতাল। এই হাসপাতালে রয়েছে লিঙ্গ পরিবর্তন, হরমোন পরিবর্তন, স্তনের অপারেশন ছাড়াও আরও অনেক অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এটি রাজধানী দিল্লির বুকে এক প্রথম প্রয়াস। জানা গিয়েছে এই পরিষেবা শুরু হয়েছে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। এই হাসপাতালে রয়েছে ৩ জন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত একটি 'কন্সালটেন্সি রুম'। এই হাসপাতালে অনেক কম খরচায় 'ট্রান্সজেন্ডার'দের চিকিৎসা করানো হয়। বলা বাহুল্য যে, 'ট্রান্সজেন্ডার'দের চিকিৎসা বেশ ব্যয় বহুল।
৩৪ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, "RML-এর ট্রান্সজেন্ডার ক্লিনিক হলঈশ্বরের কাছ থেকে একটি উপহার।কয়েক বছর আগে আমি আমার স্তন অপসারণ করেছি। প্রাইভেট হাসপাতাল প্রথমে ১.৫ লক্ষ টাকা চেয়েছিল যা আমি দিতে পারিনি। RML অবশেষে ৬০,০০০ টাকায় এটি করতে রাজি হয়।''