নিজস্ব সংবাদদাতা: ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ডিএমকে নেতা টিকেএস এলানগোভান।
তিনি বলেছেন, "হিন্দু ধর্মে প্রথমে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে। এসসি ও এসটি সহ প্রত্যেক ব্যক্তিকে দেশের যেকোনো মন্দিরে পুজো করার অনুমতি দেওয়া উচিত। আমরা ইউসিসি চাই না কারণ সংবিধান প্রতিটি ধর্মকে সুরক্ষা দিয়েছে"।