নিজস্ব সংবাদদাতা: সদ্য ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চেন্নাই-এগমোর এক্সপ্রেস। জানা যাচ্ছে, গতকাল বিকেল ৩ টে বেজে ৩৬ মিনিটে তামিলনাড়ুর সেনগোতাই স্টেশনে ঢোকার সময় ট্রেন নং ১৬১০২ (চেন্নাই-এগমোর এক্সপ্রেস)-এর এস-৩ কোচের চাকার ঠিক ওপরের অংশে রেল কর্মীরা ফাটল লক্ষ্য করে। রেলওয়ের কর্মকর্তারা অবিলম্বে কোচটি আলাদা করে যাত্রীদের অন্য বগিতে বসানোর ব্যবস্থা করে। এরপর ট্রেনটি বিকাল ৪ টে বেজে ৪০ মিনিটে সেনগোতাই স্টেশন ছেড়ে যায়। যে কর্মীরা ফাটল সনাক্ত করেছে তাদের আজ নজরদারির দক্ষতার জন্য প্রশংসা করা হবে এবং পুরস্কৃত করা হবে।