বিশাল খবর: এবার ডাক্তারিতেও ভুয়ো, চরম শোরগোল, কোথায় সুরক্ষিত মানুষ?

এবার ভুয়ো ডাক্তারের খোঁজ মেলায় শুরু হল শোরগোল। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের গোভান্দির শিবাজি নগর এলাকায় একজনকে ডাক্তারের ছদ্মবেশ একটি ক্লিনিক পরিচালনা করার জন্য মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম আলতাফ হুসেন খান। তার বয়স ৫০ বছর। মুম্বাই পুলিশ এই বিষয়ে বলেছে, "আমরা তথ্য পাই যে একজন ভুয়ো ডাক্তার ডিগ্রি বা লাইসেন্স ছাড়াই ক্লিনিক চালাচ্ছেন। আমরা একজন পুলিশ কনস্টেবলকে রোগীর পরিচয় দিয়ে সেখানে পাঠিয়েছিলাম। এরপর আমরা ক্লিনিকে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে আটক করি। আইপিসির ধারা ৪১৯, ৪২০ এবং মহারাষ্ট্র মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাক্ট, ১৯৬১ এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে"। তবে এই ঘটনা সামনে আসতেই মানুষের মধ্যে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে কোথায় সুরক্ষিত মানুষ?

 

hiring 2.jpeg