বিশাল খবর: সকাল হতেই উত্তেজনা বাড়ছে বিজেপি শিবিরে, আবার গণনা, পিছিয়ে পড়তে পারে দল!

আরও এক পরীক্ষার মুখে বিজেপি শিবির। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: আজ মিজোরাম নির্বাচনের ভোট গণনা। গতকাল কংগ্রেসের হাত থেকে ২ টি রাজ্য ছিনিয়ে নিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশে নিজেদের শাসন বজায় রেখে ছত্তিশগড় ও রাজস্থান থেকে কংগ্রেসকে বিতাড়িত করেছে বিজেপি। যদিও তেলেঙ্গানায় বিজেপির ফল আশানরুপ হয়নি। সেখানে কেসিআর-এর থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। আজ ভোট গণনা রয়েছে মিজোরামে। এই রাজ্যেও শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। শাসন গড়তে না পারলেও বিরোধী দল হওয়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। বর্তমানে আইজলের গণনা কেন্দ্রে প্রস্তুতি চলছে। যেখানে মিজরম বিধানসভা নির্বাচনের ভোট গণনা শীঘ্রই শুরু হবে। ফলে বিজেপি শিবিরে বাড়ছে উত্তেজনা। কোন দল ভালো ফল করবে এই রাজ্যে তা দেখার বিষয় হয়ে উঠবে আজ। গতকাল ৪ রাজ্যের নির্বাচনে ৩ রাজ্যেই সরকার বদল হয়েছে। মিজোরামে বর্তমানে ক্ষমতাসীন দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে এই রাজ্যে শাসন কায়েম রেখেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। রাজ্যে ফের শাসন ধরে রাখার ক্ষেত্রে আশাবাদী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি পূর্বেই জানিয়েছেন, তার দলই রাজ্যে ফের ফিরবে। এই রাজ্যে দৃঢ়তার সঙ্গে শাসন গড়ার কথা বিজেপি নেতাদের মুখেও শোনা যায়নি। মিজোরামের বর্তমান প্রধান বিরোধী দল জেডপিএম। তারাও শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী। পূর্বের বিধানসভা অনুসারে মিজোরামে সবচেয়ে কম আসন রয়েছে বিজেপির। মাত্র ১ টি বিধানসভা আসন রয়েছে বিজেপির দখলে। কংগ্রেসের দখলে রয়েছে ৫ টি আসন এবং প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট-এর কাছে রয়েছে ৬ টি আসন। একই ২৮ টি আসনে দখল রয়েছে জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট-এর। এবার দেখার এই সংখ্যায় পরিবর্তন ঘটে কিনা। বিজেপির কথা মত ১ টি আসন থেকে বিধানসভায় কতগুলি আসন বৃদ্ধি করতে পারে তারা। 

 

a a a a a  a a a a a a a a a a  a a a  a a a  a a a a  a a

a a  a a  a a a  a a  a a a  a a a  a a

hiring 2.jpeg