নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের বড় নেতা শচীন পাইলটের দল ছাড়ার জল্পনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, "অনুমান করার দরকার নেই। যা কিছু ঘটছে সবই আপনার সামনে। আমি যা বলি বা করি প্রকাশ্যেই করি। আমি লুকোচুরি খেলি না। আমার দাবি আদর্শগত, ব্যক্তিগত নয়। কারও আমাকে একটি পদের জন্য উচ্চাভিলাষী বলে অভিযুক্ত করার স্থান নেই । আমার রাজনীতি সম্পর্কে সবাই জানে"। উল্লেখ্য, আজ রাজস্থানে কংগ্রেস নেতা শচীন পাইলট দুর্নীতি এবং অন্যান্য ইস্যুতে আজমির থেকে জয়পুর পর্যন্ত পাঁচ দিনের যাত্রা শুরু করেছেন। সেখান থেকেই এই বার্তা দিয়েছেন তিনি।